বগুড়া সংবাদ : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করেছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সতর্ক বার্তা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ ফেব্রæয়ারি) দুপুরে নন্দীগ্রামের ইউএনও মো. হুমায়ুন কবিরের সরকারি মোবাইল নম্বর (০১৭৩৩-৩৩৫৪৪৩) ক্লোনের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও মো. হুমায়ুন কবির বলেন, মঙ্গলবার সকাল ১০ টার দিকে আমি পৌরসভার মেয়র ও উপজেলার বিভিন্ন সার ডিলারদের মাধ্যমে ক্লোনের বিষয়টি জানতে পারি। কোনো এক প্রতারক চক্র সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করে টাকা দাবি করে। তারা আমার গলা চেনায় তার পরিচয় জানতে চাইলে চক্রটি ফোন কেটে দেয়। পরে বিষয়টি আমাকে জানায়। আমি এ বিষয়ে থানার ওসিকে জানিয়েছি। এ বিষয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়ে ফেইসবুক আইডি থেকে সতর্কবার্তা পোস্ট করেছেন তিনি।
এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন।