বগুড়া সংবাদ :বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা এর গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস টিম গত সোমবার সন্ধ্যায় কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের এরুইল বাজার হতে কলমাগামী পাকা রাস্তার দক্ষিণ-পূর্ব দিক হতে দেশীয় অস্ত্র সহ সাগর সরদার (১৯)কে গ্রেফতার করেছে। সাগর সরদারের কাছ থেকে ১টি পুরাতন পাইপগান ও ১টি লোহার তৈরি বড় চাপাতি উদ্ধার করা
হয়েছে। গ্রেফতারকৃত সাগর সরদার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরুখা গ্রামের জাহিদুর সরদারের পুত্র। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান,
সাগর সরদারের বিরুদ্ধে অবৈধ্য দেশীয় অস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে ১টি মামলা দায়ের করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
