বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রেল প্রকৌশল বিভাগের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় সান্তাহার ফিসিং ক্লাবে কমিটি গঠন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক নেতা আতিকুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাইদুল ইসলাম সাইদের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিভাগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নাছির উদ্দিন ফারুকী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কার্যকরি সভাপতি বাংলাদেশ প্রকৌশল বিভাগ কেন্দ্রীয় কমিটির মিজানুর রহমান, সাধারন সম্পাদক শাহিন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, অতিরিক্ত সাধারন সম্পাদক খোরশেদ আলম, উপদেষ্টা আব্দুর রহিম, দপ্তর সম্পাদক মাহাবুবুর রহমান প্রমুখ। বক্তাগন বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগের বিভিন্ন সমস্যা ও দাবী দাওয়া নিয়ে কথা বলেন। সভা শেষে রেজাউল ইসলাম সভাপতি, মিজানুর রহমান সোহাগকে সাধারন সম্পাদক ও কামরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট সান্তাহার রেলওয়ে প্রকৌশল বিভাগের কমিটি গঠন করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
