
বগুড়া সংবাদ : বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ,বগুড়া শহর শাখার নির্বাহী কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক আ,স,ম আব্দুল মালেক । অধ্যাপক হেদাইতুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবুর রহমান আকন্দের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা রুস্তম আলী, অধ্যক্ষ ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইমদাদুল হক, অধ্যাপক মাওলানা আজহার আলী, কোষাধ্যক্ষ মাওলানা শাহজাহান আলী, অধ্যাপক মামুনুর রশিদ, প্রভাষক নূর মোহাম্মদ, সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবু তাহের, মোঃ মুখলিসুর রহমান, প্রভাষক আব্দুল হালিম, প্রভাষক মিজানুর রহমান, প্রমুখ নেতৃবৃন্দ । বৈঠকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের একদফা দাবী আদায়ের লক্ষ্যে আগামী ২৮ জুন শনিবার সকাল ৯ টায় বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে শিক্ষক সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয় । দল মত নির্বিশেষে সকল শিক্ষককে সম্মেলনে উপস্থিত থাকার জন্য সম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয় । এছাড়া বগুড়ায় মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপন ও বিভাগ বাস্তবায়নের জোর দাবি জানানো হয় । খবর বিজ্ঞপ্তির