সর্বশেষ সংবাদ ::

দেশে সাড়ে সাত লাখ মণ লবণ বিনামুল্যে মসজিদ-মাদ্রাসায় বিতরণ করা হয়েছে-বানিজ্য উপদেষ্টা

বগুড়া সংবাদ : বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেছেন, প্রধান উপদেষ্টার নির্দেশনায় চামড়ার বাজারে স্থিতি নিশ্চিতে দেশে প্রথমবার সাড়ে সাত লাখ মণ লবণ বিনামুল্যে মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচিত সরকার মাদ্রাসা ও এতিমখানার হক আদায়ে আরো বেশি উৎসাহিত হবেন। মাদ্রাসায় বিনামূল্যে লবণ বিতরণে বাজার ব্যবস্থায় সুষম কাঠামো তৈরি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এমন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর সুফল আগামী বছর থেকে পাওয়া যাবে। এছাড়া চামড়া রফতানি শুধুমাত্র ভারত ও চীনমুখী না করে ইউরোপসহ বিভিন্ন দেশে রফতানির উদ্যোগ নেয়া হচ্ছে।
মঙ্গলবার (১০ জুন) বিকেলে বগুড়া শহরের কলোনী জামিল মাদ্রাসায় কোরবানীর পশুর চামড়ার অস্থায়ী সংরক্ষনাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, চামড়ার দাম কম পাচ্ছে বিষয়টি সঠিক নয়। সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছেন। সেক্ষেত্রে লবণযুক্ত চামড়ার দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি পাবেন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেন, দেশের সামগ্রিক চামড়া ৬’শ থেকে ৭’শ কোটি টাকার বেশি নয়। বাজারে হাসিল উত্তোলন ৪ থেকে ৫ হাজার কোটি টাকা। হাসিলের মধ্যে এতিমখানায় সম্পৃক্ত করতে চাই। শুধু চামড়া নয় হাসিলেও তাদের হক থাকা উচিত। প্রধান উপদেষ্টার নির্দেশনায় আমাদের প্রচেষ্টার কোন ঘাটতি নেই।
এসময় বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, জেলা পুলিশ সুপার জেদান আল মুসাসহ বিসিকের কর্মকর্তা ও মাদ্রাসা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

Check Also

বগুড়ার যুবলীগ নেতা মতিন সরকার ৬ দিনের রিমান্ডে

বগুড়া সংবাদ :রোববার (২২ জুন) দুপুর তিনটার দিকে তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *