সর্বশেষ সংবাদ ::

বগুড়ার বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. বিপুল চন্দ্র রায় আর নেই

বগুড়া সংবাদ : বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ডা. বিপুল চন্দ্র রায় আর নেই। আজ ৫ জুন সকাল ১০টা ৪০ মিনিটে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানিয়েছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. পল্লব সেন।

চিকিৎসা পেশায় সুনাম ও দক্ষতার জন্য পরিচিত ডা. বিপুল চন্দ্র রায় দীর্ঘদিন চেলোপাড়ার অরবিন্দ আই কেয়ারে নিয়মিত রোগী দেখতেন। তার মৃত্যুতে সহকর্মী চিকিৎসক, রোগী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ডা. পল্লব সেন বলেন, “আমার প্রিয় শিক্ষক ডা. বিপুল চন্দ্র রায় আর আমাদের মাঝে নেই। স্যারকে কিছুই লেখার ক্ষমতা আমার নেই। ওপারে ভালো থাকবেন স্যার।”

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *