সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় ভূমি মেলার উদ্বোধন

বগুড়া সংবাদ :  ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি-এ প্রতিপাদ্যে রবিবার,২৫মে বেলা ১২টায় বগুড়ার সোনাতলায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে আনুষ্ঠানিকভাবে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। স্থানীয় ইউএনও ও এসিল্যান্ড (অতিরিক্ত দায়িত্ব) স্বীকৃতি প্রামানিক প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। সেইসাথে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বীকৃতি প্রামানিক। তিনি বলেছেন ভূমি সম্পর্কে জনসাধারণের মাঝে ভীতি কাজ করে। এ বিষয়টি কিভাবে দূর করা যায় সে সম্পর্কে জনসাধারণকে জ্ঞানদান ও সচেতনতা করার পাশাপাশি তাদের কাজগুলি কিভাবে সহজ করা যায় সে সম্পর্কে বুঝিয়ে দেয়াই হবে ভূমি অফিসের দায়িত্ব। ভূমি উন্নয়ন কর বা ট্যাক্স দেয়া এখন আর আগের মতো হয়রানির স্বীকার হতে হয় না। ঘরে বসেই ট্যাক্স বা খাজনা দেয়া যায়। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ মোয়াজ্জেম হোসেন ও মধুপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির মোঃ শাহেদ আহম্মেদ,কম্পিউটার মুদ্রাক্ষরিক আবু রায়হান,চেইনম্যান মোঃ কামরুল হাসান, ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী মোঃ জামাল উদ্দিন,সোনাতলা সদর ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা দেওয়ান সাদউন আরাফাত,বালুয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ আবুল হোসাইন, দিগদাইড় ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,সোনাতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু,বর্তমান সভাপতি শহিদুল ইসলাম, বিভিন্ন এলাকার ভূমি মালিকরা,উপজেলা, পৌর ও সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

Check Also

বগুড়ার যুবলীগ নেতা মতিন সরকার ৬ দিনের রিমান্ডে

বগুড়া সংবাদ :রোববার (২২ জুন) দুপুর তিনটার দিকে তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *