সর্বশেষ সংবাদ ::

ধুনটে ইন্টারনেট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি

 

বগুড়া সংবাদ  : বগুড়ার ধুনটে ইন্টারনেট ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। চাঁদার টাকা না পেয়ে ইন্টারনেট ব্যবসায়ীর কর্মচারীদের মারধর করে তাদের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ইন্টানেটের বিভিন্ন সরঞ্জামাদি ছিনিয়ে নেন ওই শিক্ষক ও তার সহযোগিরা।

এঘটনায় শুক্রবার ধুনট পৌরসভার চরপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে মাইম ইন্টারনেটের ধুনট পপ ইনচার্জ নূরুজ্জামান মুকুল বাদী হয়ে মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন আলম সহ ৫জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানাযায়, নূরুজ্জামান মুকুল দীর্ঘদিন যাবত ধুনট উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ১৬ মে ওই ইন্টারনেট ব্যবসায়ীর কর্মচারী হাবিুল্লাহ মেজবাহ মথুরাপুর বাজারে ইন্টারনেট সংযোগ প্রদান করতে যায়। এসময় শিক্ষক শাহীন আলম রাজনৈতিক পরিচয় দিয়ে তাদের কাছে ৫০হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু চাঁদার টাকা না দেওয়ায় গত ২২ মে মথুরাপুর বাজারে ইন্টারনেট সংযোগ মেরামতকালে কর্মচারী সবুজ ও ইমন মিয়াকে মারধর করে ইন্টারনেট সংযোগের প্রায় দেড় লাখ টাকা মূল্যের বিভিন্ন সরঞ্জামাদি ছিনিয়ে নিয়ে যায়।

এঘটনায় শুক্রবার নূরুজ্জামান মুকুল বাদী হয়ে মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামের সোলায়মান আলীর ছেলে ধেরুয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন আলম (৩৫), নজির উদ্দিনের ছেলে সোহাগ (২৫), আব্দুল হাকিমের ছেলে রাব্বি (২৬) ও বিকাশ চন্দ্রকে আসামী করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে এবিষয়ে বক্তব্য নিতে শিক্ষক শাহীন আলমের মোবাইলে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে তদন্ত অফিসার ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। #

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *