সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় নারী সংস্কার কমিশনের সুপারিশের প্রতিবাদে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : শুক্রবার সকালে বগুড়ার একটি হোটেলে পুন্ড্রবর্ধন নারী জাগরণ পরিষদ বগুড়া আয়োজিত নারী সংস্কার কমিশনের সুপারিশ মালা : বাংলাদেশের বর্তমান সামাজিক প্রেক্ষাপট ও পর্যালোচনা শীর্ষক গোলটেবিল বৈঠক সংগঠনের সভাপতি শিক্ষাবিদ জাকিয়া নদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারী মুস্তাফাবিয়া মাদরাসার সহকারী অধ্যাপক হোসনে ফেরদৌস। সেক্রেটারী ফাহমিদা নদীর পরিচালনায় অনুষ্ঠানে আরো বগুড়া কলেজের অধ্যাপক মৌলুদা খাতুন মলি, সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের প্রভাষক ফাতেমা আক্তার, বিয়াম ল্যাবরেটরী স্কুলের সহকারী শিক্ষক উম্মে আতিয়া, সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মরিয়ম খাতুন, মেহেদী হাসান মুন্না প্রমুখ। বক্তারা বলেন নারী নীতিমালা কমিশন যে প্রতিবেদন সরকারের কাছে দাখিল করেছে তা বর্তমান সময়ের সাথে সাংঘর্ষিক। বাতিলের মতাদর্শিক ও পশ্চিমা অনুকরণভিত্তিক আগ্রাসন ছাড়া অন্য কিছু নয়। বক্তরাা বলেন নারী সংস্কার কমিশনের মাধ্যমে গুটিকয়েক মানুষের ব্যক্তিগত মতবাদ এদেশের সব মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যা বাঙালীর কৃষ্টি কালচার ও সামাজিক রীতিনীতির বিপরীত। নারী কমিশন স্বাধীনতার নামে যে প্রস্তাবণা দিয়েছেন এতে আমাদের বাস্তব জীবনে পরিবারিক-সামাজিক কলহ আরও বাড়বে। সৃষ্টিকর্তার পক্ষ থেকে নারী-পুরুষের কিছু পার্থক্য রয়েছে। পুরুষের এমন কিছু ক্যারেক্টরিস্ট আছে যা নারীকে দেয়া হয়নি, আবার নারীর কিছু ক্যারেক্টরিস্ট আছে যা পুরুষকে দেয়া হয়নি। এ ক্যারেক্টরিস্টকে অগ্রাহ্য করে তারা ভিন্ন যুক্তি দাঁড় করাচ্ছে। বক্তরা বর্তমান সরকারের নিকট নারী সংস্কার কমিশন বাতিলের দাবী জানান।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *