
বগুড়া সংবাদ : বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন আয়োজিত মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের ট্রফি এবং জার্সি উন্মোচন করা হয়েছে। শুক্রবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক, বর্ষিয়ান সাংবাদিক ওয়াসিকুর রহমান বেচান। বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস এবং বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত রিটু। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সহ-সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, সাবেক সাধারন সম্পাদক মমিনুর রশিদ শাইনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, ২৫ মে রোববার সকাল সাড়ে ৯টায় শহীদ চান্দু স্টেডিয়ামে মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করবেন বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ। মোট ৬টি দলে শতাধিক মিডিয়া কর্মি টুর্ণামেন্টে অংশ নিচ্ছেন। ২৭ মে সকাল ১০টায় ফাইনাল অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক হোসনা আফরোজা এবং পুলিশ সুপার জেদান আল মুসা পুরস্কার বিতরন করবেন।