
বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুপচাঁচিয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান মহলদার (৪৫)কে আটক করেছে। গত ২০মে মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত আমিনুর দুপচাঁচিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মহলদারপাড়া মহল্লার মৃত ওসমান আলী মহলদার এর ছেলে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম আ’লীগ নেতা আমিনুর রহমানকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত যুবদল নেতা আবু রায়হান রাহিম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আমিনুরকে ২১মে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।