
বগুড়া সংবাদ : বগুড়া পদাতিক এর সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মরহুম মাহবুবর রহমান মানিক’র স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে সংগঠনের সভাপতি এড আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় বক্তব্য রাখেন জাসাস বগুড়া জেলা কমিটির সভাপতি ওয়াহিদ মুরাদ, সাংস্কৃতিক কর্মী মোঃছাদেকুর রহমান ছালু, আবু সাঈদ, জিয়াউল হক বাবলা, আব্দুল হান্নান, আনিছুর রহমান কবির, আব্দুস সালাম, হাকীম মজিদ মিয়া, আছাদ হোসেন, আতোয়ার হোসেন, মো: হারুন, মরহুম মানিকের ছেলে টুটুল পাটোয়ারি, আব্দুল আউয়াল, বগুড়া পদাতিকের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: বাদল আকন, সাইফুল ইসলাম, মোঃ হান্নানসহ সংগঠনের সদস্যবৃন্দ। পরে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল সকালে বগুড়া পদাতিকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক মাহবুবর রহমান মানিক হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
অনুরুপ স্মরণসভা শনিবার ১৭ মে বগুড়া করতোয়া নাট্যগোষ্ঠিতে সন্ধ্যা সাড়ে ৬টায় জাসাস বগুড়া জেলা শাখা ও বগুড়ার সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীদের আয়োজনে অনুষ্ঠিত হবে।