
বগুড়া সংবাদ : বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে ।
শুক্রবার দুপুরে উপজেলার হাটশেরপুর গ্রামে মান্নানের দোকানের কাছে এঘটনা ঘটে । আহতরা হলেন, হাটশেরপুর গ্রামের হেলাল প্রামাণিকের ছেলে তানভরি রহমান ও স্ত্রী বিলকিছ বেগম,মৃত দেলোয়ার আকন্দের ছেলে সাদু আকন্দ,সাদু আকন্দের ছেলে দুখু আকন্দ,ইলিয়াছ প্রামাণিকের ছেলে মান্নান প্রাং, মৃত খাতের আকন্দের ছেলে রিপন আকন্দ ও বিপ্লব আকন্দ এবংফজলার রহমানের ছেলে রাব্বি । আহতদের মধ্যে তানভীর ও রিপন সারিয়াকান্দি হাসপাতালে ভর্তি রয়েছে ।
জানা গেছে, সেখানে পানি উন্নয়ন বোর্ডের ১৬ নং খাদে ২২ শতক জায়গার মধ্যে ৫শতক জায়গায় এলাকাবাসী জামে মসজিদ নির্মাণ করে ।
ওই মসজিদের পাশের পানি উন্নয়ন বোর্ডের জায়গায় সাধু আকন্দ মাটি ভরাট করে দখল নিতে গেলে মসজিদ কমিটির সেক্রেটারি ফজলার রহমান ও স্থানীয়রা মসজিদের নামে ব্যবহার করার দাবী করে মাটি ভরাটে বাঁধা দেয় । এনিয়ে দুপক্ষের মধ্যে বিরোধের জের ধরে শুক্রবার এ সংঘর্ষের ঘটনা ঘটে । এব্যাপারে থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে,পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।