
বগুড়া সংবাদ : বগুড়া ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতাল পরিচালনা কমিটির কার্যক্রম বন্ধ এবং আহ্বায়ক এ্যাডভোকেট মকবুল হোসেন মুকুলের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে ফ্যাসিবাদ বিরোধী জনতা। এ সময় তারা আহ্বায়কের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় এবং নামফলক অপসারণ করে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
বিক্ষোভে নেতৃত্ব দেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম এবং কে এম খায়রুল বাশার।
জানা গেছে, সদ্য বিলুপ্ত আওয়ামী লীগের বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল একসময় বগুড়া ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি এডহক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১২ মে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ ওঠে, তিনি একটি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ডায়াবেটিস হাসপাতালে নিয়োগ বাণিজ্য করছেন। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও অভিযোগ উঠে।
বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম বলেন, “ফ্যাসিস্ট হাসিনার বিদায় হলেও এই ডায়াবেটিস হাসপাতাল এখনও ফ্যাসিস্ট দ্বারা পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগ নেতা মুকুল হত্যা মামলার আসামি, তিনি এই সেবামূলক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করছেন এবং আবারও নিয়োগ বাণিজ্যের পাঁয়তারা করছেন। তারা বিগত ১৭ বছর ধরে এই হাসপাতাল লুট করেছে। আমরা আর কাউকে লুট করতে দেব না। তাই শান্তিপূর্ণভাবে কমিটির আহ্বায়কের অফিসে তালা দিয়েছি।”
এ বিষয়ে বগুড়া ডায়াবেটিস হাসপাতালের নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “কমিটির বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। এখানে যেই থাকুক, আমরা কেবল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালন করি।”