বগুড়া সংবাদ : বগুড়া সিটি গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন বিশিস্ট চিকিৎসক অধ্যাপক ডা. শাহজাহান আলী। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বগুড়া সিটি গার্লস স্কুল এন্ড কলেজের নতুন গভর্নিং বডির নতুন সভাপতি ডা. শাহজাহান আলীর সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দাতা সদস্য ও ইসলামিক স্টাডিজ গ্রুপের সাধারন সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সদস্য আলমগীর আজিজ, শিক্ষক আব্দুল্লাহিল কাফি প্রমুখ। অনুষ্ঠানে কলেজের সভাপতি বলেন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারলে ও সকলের সহযোগিতা পেলে অবশ্যই কলেজের শিক্ষার মান ভাল হবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
