পাঁচবিবিতে বেদিয়া জাতিসত্তার শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : “লেখাপড়হাক ইনজর লেইকে বেদিয়া জাইতকে অহুআই লেওআ” স্লোগানে বাংলাদেশ বেদিয়া ইয়ুথ নেট কর্তৃক বাংলাদেশ বসবাসরত বেদিয়া জাতিসত্তার ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি শিক্ষার্থীদের জন্য “সুবর্ণা মাহাতো স্মৃতি বেদিয়া শিক্ষার্থী সংবর্ধনা ২০২৪” আজ ১০ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার সকাল ১১টায় পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জয়পুরহাট, নওগাঁ, পাবনা, দিনাজপুর, নাটোর, সিরাজগঞ্জ জেলার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি মোট ৭৮ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও অভিনন্দন পত্র প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়।

বাংলাদেশ বেদিয়া ইয়ুথ নেটের আহ্বায়ক বিভূতী ভূষণ মাহাতোর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, পাঁচবিবি উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থার সভাপতি সহকারী অধ্যাপক সুদর্শন মাহাতো, বেদিয়া জাতিসত্তার সম্মানিত ব্যক্তিত্ব অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক উপেন্দ্রনাথ মাহাতো, সহকারি শিক্ষক পরমেশ্বর মাহাতো, অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক রঘুনাথ মাহাতো, বেদিয়া জাতিসত্তার সম্মানিত ব্যক্তিত্ব নৃপেন্দ্রনাথ মাহাতো, বীরমুক্তিযোদ্ধা বিমল মাহাতো, সহকারি শিক্ষক কৃষ্ণকমল মাহাতো। এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ বেদিয়া ইয়ুথ নেটের যুগ্ম-আহ্বায়ক উত্তম কুমার মাহাতো, সান্ত্বনা মাহাতো, সুলতানপুর গ্রামের বেদিয়া প্রতিনিধি সত্যেন্দ্রনাথ মাহাতো, ঘোড়াঘাট উপজেলার বেদিয়া প্রতিনিধি প্রফুল্ল চন্দ্র মাহাতো, পাবনা জেলার বেদিয়া জাতিত্তার প্রতিনিধি দিপক কুমার মাহাতো, অনিল মাহাতো, বাংলাদেশ বেদিয়া ইয়ুথ নেটের যুগ্ম-আহ্বায়ক প্রভাষবন্ধু মাহাতো, সদস্য জয়ন্ত মাহাতো প্রমূখ।

Check Also

নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, নিয়োগ পেলেন যারা

বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *