
বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগর এবং আত্রাই থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় আওয়ামীলীগ ও যুবলীগের ৫জন নেতাকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধীদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার পারইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভান্ডার গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে সাজেদুর রহমান সাজু (৫২),বড়গাছা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও গহেলাপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৩২) এবং সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পশ্চিম বালুভরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুর রহিম (৩৭) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা,ভাংচুর ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলার তদন্ত প্রাপ্ত আসামী। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
অপর দিকে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান,শুক্রবার রাতে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ঘোষপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে আব্দুস সালাম (৬০) ও একই ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও একই গ্রামের আব্দসু সামাদের ছেলে রেজাউল করিম (৪২) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা আত্রাই থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলার তদন্তপ্রাপ্ত আসামী। তাদেরকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা