বগুড়া সংবাদ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন আওয়ামী দু:শাসনের বিগত ১৬ বছর বগুড়াকে সবদিক থেকে বঞ্চিত করা হয়েছে। জেলার নাম শুনলেই কারো চাকরি হয়নি। চাকরির প্রমোশন আটকে দেয়া হয়েছে। অবকাঠামোগত উন্নয়নেও চরম বৈষম্যের শিকার হয়েছে বগুড়া। তিনি বলেন, বগুড়ায় একটি বিমান বন্দর থাকলেও সেটিকে কুক্ষিগত করে রাখা হয়েছে। জনগণের জন্য সেটি উন্মুক্ত করা হয়নি। একটি আধু নিক মানের হাসপাতাল থাকলেও সেটিকে চতুর্থ শ্রেনির হাসপাতালে পরিনত করা হয়েছে। আন্তর্জাতিক স্টেডিয়াম তাকার পরেও এখানে কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয় না। আমরা এই বৈষম্যের অবসান চাই। তিনি ঢাকা থেকে বগুড়ার সাথে সরাসরি রেললাইন চালুরও দাবী জানান।
সারজিস আলম অবিলম্বে বগুড়ায় বিমান বন্দর চালু, একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের দাবী জানিয়েছেন। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ শুধুমাত্র চব্বিশের গণঅভ্যুত্থানেই ছাত্র-জনতাকে হত্যা করেনি। তারা পিলখানায় দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যা করেছে। শাপলা চত্বরে শতশত আলেমকে হত্যা করেছে। সারাদেশে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছে, গুম করেছে। এই আওয়ামীলীগের শিরায় শিরায় মানুষের রক্ত লেগে আছে। সুতরাং আওয়ামীলীগ এই দেশে রাজনীতি করতে পারেনা। অবিলম্বে আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
আজ (বুধবার) বিকেলে আওয়ামীলীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের টিটু মিলনায়তন প্রাঙ্গনে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সারজিস আলম বগুড়া জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম মমতাজ উদ্দিনের ছেলের নাম উল্লেখ করে বলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলন এই জেলার শত বছরের ঐতিহ্যবাহী প্যালেস মিউজিয়াম দখল করেছে। জেলা ক্রীড়া সংস্থা দখল করেছে। তার মত অসংখ্য আওয়ামী দালাল বগুড়ায় রয়েছে। এসব দালালদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তিনি বলেন, আওয়ামীলীগ এই দেশ কোনভাবেই রাজনীতি করেেত পারবেনা। আওয়ামী দোসরদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। বগুড়া থেকেই আওয়ামীলীগ প্রতিরোধের যুদ্ধ শুরু হবে বলেও তিনি মন্তব্য করেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা সংগঠক আব্দুল্রাহিত তাকির সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন এনসিপি’র যুগ্ম-মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহদী। বক্তব্য রাখেন এনসিপি’র যুগ্ম-সদস্য সচিব তাহসিন রিয়াজ, যুগ্ম-মূখ্য সংগঠক এ্যাডবোকেট আলী নাসের খান, যুগ্ম-মূখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রিয় সংগঠক নাজমুল হাসান সোহাগ, শহীদ রাতুলের ভাই হামজা, শহীদ পরিবারের সদস্য উজ্জল প্রমূখ। সমাবেশ মঞ্চে বগুড়ার শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
