সর্বশেষ সংবাদ ::

বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্ট এ জেড স্পোর্টিং ক্লাব দ্বিতীয় রাউন্ডে সজীব সংঘ ও প্লাটিনামের বিদায়

বগুড়া সংবাদ : বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠানরত ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের মঙ্গলবারের খেলায় ঝোপগাড়ী রাইডার্স ৮৬ রানে প্লাটিনাম ক্লাবকে এবং এ জেড ষ্পোর্টিং ক্লাব ৭ উইকেটে হারিয়েছে শিববাটি সজীব সংঘকে। এই জয়ের ফলে এ জেড ষ্পোর্টিং ক্লাব দ্বিতীয় রাউন্ডে উন্নীত হলো। শিববাটি সজীব সংঘ, ঝোপগাড়ী রাইডার্স এবং প্লাটিনাম ক্লাবের টুর্ণামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলো।
সকালে দিনের প্রথম ম্যাচে টসে জিতে প্লাটিনাম ক্লাব ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ঝোপগাড়ী রাইডার্সকে। বোলারদের অনিয়ন্ত্রিত বোলিংয়ের সুযোগ কাজে লাগিয়ে ঝোপগাড়ী রাইডার্স ৬ উইকেটে ১৮৫ রানের বিশাল স্কোর গড়ে তোলে। দলের হয়ে পৃথিবী সর্বোচ্চ ৫৩ রান করেন। এছাড়া রাকিব ৩৯ এবং রোহান ২৫ রান করেন। নাফিস ২টি, মুজাহিদ, বিপ্লব, হিমেল, রিভার ১টি করে উইকেট লাভ করেন। জবাবে প্লাটিনাম ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৯৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন বিপ্লব। নিরব ৪টি, মাভিন, রোহান, সিক্ত ও পৃথিবী ১টি করে উইকেট শিকার করেন। বিজয়ী দলের পৃথিবী ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। আম্পায়ার ফিরোজ খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি বিতরন করেন।
দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে এ জেড ষ্পোর্টিং ক্লাব প্রথমে শিববাটি সজীব সংঘকে ব্যাট করতে পাঠায়। ইকবাল দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন। এছাড়া রাহি ৩৮ এবং নাঈম অপরাজিত ২৫ রান করেন। সৌরভ ৩টি, জীবন ও রাজা ২টি করে এবং ফাহিম ১টি উইকেট শিকার করেন। জবাবে দুই উদ্বোধনী ব্যাটসম্যান আশিক ও রাইয়াদের গড়া মজবুত ভীতের ওপর দাঁড়িয়ে ৪ ওভার ৫ বল হাতে রেখেই এ জেড স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটের জয় এনে দেন এমরান। রাইয়াদ ৫০, আশিক ৩৫ এবং এমরান ৪১ রান করেন। ১৫ রানে অপরাজিত ছিলেন নাঈম। সিয়াম ২টি এবং প্রিতম ১টি উইকেট লাভ করেন। অনবদ্য ব্যাটিংয়ের জন্য এ জেড স্পোর্টিং ক্লাবের রাইয়াদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি বিতরন করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেটন উপ-কমিটির সদস্য সচিব মোস্তফা মোঘল। এসময় আম্পায়ার রাহিদসহ ক্লাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মঙ্গলবারের ম্যাচ দুটি পরিচালনা করেন ফিরোজ, রাহিদ ও বিপুল। স্কোরার ছিলেন সমীর। বুধবার সকাল ৯টায় ফ্রেন্ডস ইলেভেন বনাম সোনারগাঁ স্পোর্টিং ক্লাব এবং দুপুর ১টায় বেলাইল ক্রিকেট ক্লাব বনাম রাহুল গ্রুপ স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে।

 

 

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *