সর্বশেষ সংবাদ ::

বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজ জাতীয়করণের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচী

বগুড়া সংবাদ : বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজ জাতীয়করণের দাবিতে আজ সোমবার সকাল ৮ টায়  শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচীবগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজ জাতীয়করণের দাবিতে প্রতিষ্ঠানটির কতিপয় শিক্ষক ক্লাস বর্জন করলে শিক্ষার্থীরা উক্ত শিক্ষকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ক্যাম্পাস প্রাঙ্গনে বিভিন্ন দাবি সম্বলিত স্লোগানসহ দিনব্যাপী অবস্থান কর্মসূচী পালন  করে।

জানা যায়, ইতিঃপূর্বে সারাদেশে ১১(এগারো) টি মডেল স্কুল এন্ড কলেজের মাঝে ০৯ (নয়) টি একযোগে জাতীয়করণ হলেও অনিবার্যকারণ বসত বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজটি বিয়াম ফাউন্ডেশনের নিয়ন্ত্রণে পরিচালনার দায়িত্ব অর্পন করা হয়। উক্ত বিষয়টিকে বৈষম্যহিসেবে চিহ্নিত করে আজ সকাল ৮টায়  প্রতিষ্ঠানটির শিক্ষকরা ক্লাস বর্জন করে ক্যাম্পাস প্রাঙ্গনে অবস্থান নেয়। এসময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নিয়মমাফিক সকলকে শ্রেণিকক্ষে ফেরার নির্দেশনা প্রদান করে ব্যর্থ হয়ে প্রতিষ্ঠানের নিরাপত্তা বিবেচনায় ছুটির ঘোষনা দেন। পরবর্তীতে ১২ টার দিকে শিক্ষার্থীরাও উক্ত শিক্ষকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন স্লোগানসহ অবস্থান কর্মসূচীতে যোগ দেন। এসময় তারা “বিয়াম না বগুড়া? বগুড়া.. বগুড়া!”, “সরকারি না বেসরকারি? সরকারি.. সরকারি” ও “এক দুই তিন চার, প্রিন্সিপাল তুই গদি ছাড়।” বলে স্লোগান দেন এবং একটি স্কুল বাস (ঢাকা মেট্রো- জ ১০৭২) ভাংচুর করে। বিষয়টি সমাধানে স্থানীয় সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পক্ষ থেকে একাধিকবার চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে  বিকাল চারটায়  শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করলে আন্দোলনরত শিক্ষকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Check Also

ধানক্ষেতে মিলল ধান ব্যবসায়ীর মরদেহ, শেরপুরে নৃশংস হত্যাকাণ্ড

বগুড়া সংবাদ : বগুড়ার শেরপুর উপজেলায় ধান ব্যবসায়ী আব্দুল হামিদ মন্ডলকে (৩৮) স্বাসরোধ ও পিটিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *