সর্বশেষ সংবাদ ::

নন্দীগ্রামের সড়কে তেল ছাড়াই চলছে মিনিবাস

বগুড়া সংবাদ :তেল মবিল ছাড়াই বগুড়ার নন্দীগ্রামের রাস্তায় চলছে ব্যটারি চালিত পরিবেশ বান্ধব ছোট আকারের মিনিবাস। গাড়িটি চারচাকার হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা অনেক কম বলে জানিয়েছেন চালক ও যাত্রীরা। শনিবার (২৬ এপ্রিল) সকালে নন্দীগ্রাম-দাসগ্রাম রাস্তায় এই মিনিবাস দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, ১২সিটের এই মিনিবাসটিতে যাত্রী বসার জন্য ১১টি ও ডাইভারের জন্য রয়েছে একটি সিট। গাড়িতে উঠানামার জন্য রয়েছে পাঁচটি আলাদা আলাদা গেট। আলো-বাতাস চলাচলের জন্য জানালার ব্যবস্থাও রাখা হয়েছে ওই গাড়িতে। গাড়ির সিটগুলো বেশ আরামদায়ক। এজন্য যাত্রীরা খুব স্বাচ্ছন্দ্যেই যাতায়াত করতে পারছেন।

ছোট আকারের মিনিবাসে যাতায়াত করা যাত্রী সাব্বির হোসেন বলেন, আমি এরকম ছোট মিনিবাস কোথাও দেখিনি। এই গাড়ি চলার সময় কোন শব্দ নাই। গাড়িতে বসার সিটিগুলো খুব ভালো। যাতায়াতের জন্য এই মিনিবাস অনেক আরামদায়ক।

গাড়ির চালক ও মালিক আবু মুছা জানান, নন্দীগ্রামে আমিই প্রথম ছোট মিনিবাস এনেছি। এই গাড়ি বানিয়ে নিতে আমার ৫ লাখ টাকার বেশি খরচ হয়েছে। ঠিকমতো গাড়ি চালালে প্রতিদিন দেড় হাজার টাকার বেশি ভাড়া মারা যায়। একবার ব্যটারিতে চার্জ দিলে ১শ ২০কিলোমিটারের বেশি চলে। ভালো রাস্তা হলে ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে গাড়ি চলে। ব্যটারিতে চার্জ দিতে ৪০ থেকে ৫০ টাকার বিদ্যুৎ লাগে। এ গাড়ি দেখতে অনেকেই আসছে।

 

Check Also

দুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *