সর্বশেষ সংবাদ ::

আবার আলোচনায় হিরো আলম , ঢাকায় ফিরেই রিয়ামনিকে ডিভোর্স দিবেন

বগুড়া সংবাদ : আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র রাজনীতিবিদ আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম স্ত্রী রিয়া মনির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন। বগুড়া থেকে ঢাকায় ফিরেই রিয়ামনিকে ডিভোর্স দিবেন তিনি।  তাঁর অভিযোগ, মুমূর্ষু বাবাকে হাসপাতালে রেখে এক মাস ধরে তিনি লড়রলেও রিয়া মনি একদিনও খোঁজ নিতে আসেননি, এমনকি বাবার মৃত্যুর পর লাশও দেখতে আসেননি।

গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক মারা যান। বুধবার বগুড়ার এরুলিয়ায় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। ওই দিনই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রিয়া মনিকে বয়কটের ঘোষণা দেন হিরো আলম। এরপর রিয়া গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হিরো আলমকে পাল্টা দায়ী করলে, বৃহস্পতিবার দুপুরে নিজের বাড়িতে এক সংবাদ সম্মেলনে রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, “২০১৭ সালে আমার প্রথম স্ত্রী আমার বিরুদ্ধে বগুড়ায় মামলা করেছিল। সেই মামলা থেকেই প্রথম সংসার ভেঙে যায়। পরে ২০২২ সালে দ্বিতীয় বিয়েও টেকে না। এরপর রিয়া মনির সঙ্গে পরিচয়, ও আমার প্রযোজিত সিনেমার নায়িকা ছিল। পরে আমরা বিয়ে করি।”

তিনি অভিযোগ করে বলেন, “বিয়ের পর থেকে বিভিন্ন সময় না জানিয়ে রিয়া অন্যদের সঙ্গে কনটেন্ট করেছে। আমি বারবার নিষেধ করার পরও সে শোনেনি। সর্বশেষ আমি যখন বাবার সঙ্গে হাসপাতালে ব্যস্ত, তখন রিয়া অন্য ছেলেদের সঙ্গে শুটিং করে সেটা ফেসবুকে পোস্ট করেছে। বাবার মৃত্যুর পরও সে বা তার পরিবার কেউই সামনে আসেনি। এমন স্ত্রীর সঙ্গে সংসার রাখা যায়?”

হিরো আলম বলেন, “রিয়া গণমাধ্যমে আমাকে নিয়ে যেসব কথা বলেছে, সেগুলোও মানহানিকর। এসব দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি—ঢাকায় গিয়ে তাকে তালাক দেব। এই সম্পর্কের কোনো ভবিষ্যত নেই।”

রিয়া মনির বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

 

Check Also

বগুড়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

বগুড়া সংবাদ :  বগুড়ায় টাইফয়েড টিকাদন ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *