সর্বশেষ সংবাদ ::

সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে থাকতে হবে-তানভীর

বগুড়া সংবাদ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাহ্ উদ্দিন তানভীর বলেছেন,প্রতিটি ইউনিয়নকে উন্নত শহরের মতো বানাতে চাই। যেখানে মুসলমান,হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান সবাই সুখ-শান্তিতে থাকবে। সবাই ভ্রাতৃত্বের বন্ধনে থাকবে। এমনটি হওয়া চাই। তিনি আরো বলেন,আগামীর বাংলাদেশ জনগণের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ উম্মতের বাংলাদেশ। নেতাদের বাংলাদেশ নয়। যে জায়গা থেকে শুধুমাত্র মানুষের কল্যাণে চিন্তা করা হবে, আমরা সেই জায়গাতে যেতে চাই। ঐ ব্যক্তিকে আমরা নেতা নির্বাচিত করবো, যে ব্যক্তি টাকার বিনিময়ে ভোট কেনে না। মিথ্যা প্রতিশ্রæতি দেয় না। যে আমাদের কথা চিন্তা করে,আমাদের নিয়ে ভাবে। তিনিই হলেন প্রকৃত নেতা। গত বুধবার বিকেলে বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন এলাকার দরিদ্র নারী-পুরুষের মাঝে ঈদ উপহারের শাড়ী-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির বগুড়া জেলা কমিটির আহবায়ক মোঃ মাহমুদুল,যুগ্ম সদস্য সচিব নূর মোহাম্মদ জুবাইর ও জেলা সংগঠক পিন্টু তালুকদার-সহ অনেকে। এর আগে তেকানী চুকাই নগর ইউনিয়নের মহেশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিভিন্ন এলাকার দরিদ্র নারী-পুরুষের মাঝে শাড়ী-লুঙ্গি বিতরণ করেন গাজী সালাহ্ উদ্দিন তানভীর। রকিব,নাঈম,শান্ত,স্বাধীন,ইমরান,পরশ,বাপ্পী ও আবুল কালাম-সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। এনসিপির কেন্দ্রীয় এই নেতা ঈদ উপহারের শাড়ি-লুঙ্গি বিতরণ করে সোনাতলা-সারিয়াকান্দিবাসীর মাঝে চমক সৃষ্টি করেছেন। এদিকে এই নেতাকে দেখে খুশী হয়েছেন সুবিধাভোগী মানুষগুলো।

 

Check Also

২২ এপ্রিল বগুড়ায় ‘ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট’ শুরু

বগুড়া সংবাদ : বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী ২২ এপ্রিল থেকে শহীদ চান্দু স্টেডিয়ামে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *