
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিচারিক আদালতের মাধ্যমে সকল মামলায় খালাস পাওয়ায় এবং জিয়া পরিবারের কল্যাণ কামনায় নদগ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের আয়োজনে রবিবার বিকালে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের নগদ অর্থ ও রিকশা চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ঈদ সামগ্রী বিতরণকালে ভিপি সাইফুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১দফা কর্মসূচী দিয়েছেন, সেই কর্মসূচীর সফলতার মাধ্যমে দিয়ে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে হবে। বাংলাদেশে হারানো গণতন্ত্র ফিরিয়ে এনে, জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে। বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন আমরা সবাই খালেদা জিয়া ও জিয়া পরিবারের কল্যাণের জন্য দোয়া করবেন। এতে উপস্থিত ছিলেন বগুড়া বার সমিতির সভাপতি এ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা, বগুড়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহেদ মুরাদ, জেলা বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল বাশার, সৈয়দ আব্দুল গফুর দারা, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, হাসানুজ্জামান পলাশ, আক্তারুজ্জামান সজীব, সাইমুম ইসলাম, সোহেল রানা সুমন, রুহুল আমিন সুমন, নূর মোহাম্মদ রাঙ্গা, জেলা ছাত্রদল নেতা অভি, সৈয়দ নাহিদ, সাব্বির প্রমুখ।