
বগুড়া সংবাদ : আজ ২৮ মার্চ, ২০২৫ রোজ শুক্রবার বেলা ১১ টায় বগুড়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের কালশিমাটি মাদরাসা মাঠে ঈদ উপহার বিতরণ করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর বগুড়া জেলা সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহিত তাকি। গরীব, অসহায় ও পঙ্গু অর্ধশতাধিক পরিবারের মাঝে লাচ্ছা সেমাই, চিনি, পোলাও চালসহ ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি।
ঈদ উপহার বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, তাদের ত্যাগের বিনিময়েই আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। পতিত ফ্যাসিস্ট সরকার দেশের টাকা লুট করে বাহিরে পাচার করার কারণে মূল্যস্ফীতি আকাশ ছোঁয়া ছিল। বর্তমান সরকারের সময় বাজারে স্বস্তি ফিরে এসেছে। জনগন জুলাই অভ্যুত্থানের সুফল ভোগ করতে শুরু করেছে। জুলাইয়ের চেতনা ধরে রাখলে দেশ উন্নত দেশগুলো কাতারে যাবে। তিনি জনগণকে কোন ধরনের লোভে পা নিয়ে দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
তিনি আরও বলেন, উপহার বিতরণ কোন সমাধান নয়, এলাকায় ইন্ডাস্ট্রি নির্মাণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পৌরসভার অবহেলিত এই এলাকার প্রতি প্রশাসনকে নজর দেয়ার আহবানও জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিল, বিশিষ্ট মুদ্রণ ব্যবসায়ী জনাব বুলু মিয়া, অধ্যাপক মাওলানা আব্দুল জলিল, মীর মশাররফ হোসাইন, খোরশেদ আলম মিলন, রাব্বি প্রামানিক, মোস্তফা রাব্বি, মামুনুর রশীদ, সীমান্ত, মোস্তফা কামাল, আলামিন প্রমূখ।