বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের নারকেলী এলাকায় বিদ্যুৎতের খুঁটির সাথে বেঁধে রাখা ছাগল অটোভ্যান যোগে চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজন ২ ছাগল
চোরকে হাতেনাতে আটক করেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকেলে। পরে কাহালু থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃতরা হলেন বগুড়া সদরের নারুলী মধ্যপাড়ার আব্দুর রশিদের পুত্র জনি (২১) ও শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র আজিজুল (২০)। ইদানিং মাঝে মধ্যে উপজেলার বিভিন্ন এলাকা হতে দিন দুপুরে ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে এই চোর চক্রটি। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
Check Also
শাজাহানপুরে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত …