বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু থানা পুলিশ শুক্রবার দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের দেহড় গ্রামের সরিষা ক্ষেত হতে মিলন (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেন। মিলন উপজেলার মুরইল ইউনিয়নের দেহড় গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র। পরিবার সূত্রে জানা যায়, মৃত মিলন অসুস্থ ছিলেন গত বৃহস্পতিবার বেলা ১১ টার পর থেকে সে নিখোঁজ ছিল। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় লোকজন সরিষা ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন।কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। প্রাথমিক ধারনা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত হতে পারে। এ ব্যাপারে থানায় ইউ ডি মামলার প্রস্তুতি চলছিল।
Check Also
নন্দীগ্রামে বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচির অনশন
বগুড়া সংবাদ: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিয়ের দাবি নিয়ে দুই দিন ধরে অনশনে বসেছেন ভাতিজার বাড়িতে …