সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে দুই মাদক ব্যবসায়ীর গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা রাত্রি কালিন টহলের সময় দুই মাদক ব্যবসায়ীর পকেট থেকে ১০০পিস ইয়াবা উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলোকপুর ইপির ভাটকুড়ি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ইদুল হোসেন (৩৫) ও মৃত আফজাল হোসেনের ছেলে আসাদুজ্জামান রূপক হোসেন (৩২)। রোববার দুপুরে তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের পর বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক বকুল হোসেন জানান,গত শনিবার রাত আড়াই টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের হবীর মোড় তিনমাথা এলাকায় মাদক বিক্রির জন্য দুই যুবক অপেক্ষা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের আটক করে দুই জনের দেহ তল্লাশীকালে উভয়ের ডান পকেটে সাদা পলিথিনে মুড়ানো ৫০ পিস করে মোট ১০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

Check Also

২২ এপ্রিল বগুড়ায় ‘ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট’ শুরু

বগুড়া সংবাদ : বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী ২২ এপ্রিল থেকে শহীদ চান্দু স্টেডিয়ামে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *