সর্বশেষ সংবাদ ::

বগুড়ার কবি ফাতেমাসহ ১৫জন পেলেন ‘সর্বজয়া নারী সম্মাননা

বগুড়া সংবাদ : ‘নারীরা এগিয়ে যাক দুর্বার গতিতে’-এই ¯েøাগানকে ধারণ করে বগুড়ার কবি ফাতেমা ইয়াসমিনসহ ১৫ জনকে প্রদান করা হলো ‘সর্বজয়া নারী সম্মাননা।
শনিবার সন্ধ্যায় ঢাকার পল্টন এলাকায় হোটেল রয়েল প্যালেসে স্বরলিপি পাবলিকেশন এর আয়োজনে দেশের বিভিন্ন জেলার নারী সমাজসেবক, নারী উন্নয়নকর্মী, সাহিত্যিকসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রদান করা হয় এ সম্মাননা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অপরাজেয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী ওয়াহিদা বানু স্বপ্না। প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) এম এ মতিন। প্রধান আলোচক ছিলেন দৈনিক ডেসটিনির ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় কবিতা মঞ্চের সভাপতি মাহমুদুল হাসান নিজামী। উদ্বোধক হিসেবে ছিলেন বাংলা একাডেমির উপ পরিচালক -ড. সাহেদ মন্তাজ। অনুষ্ঠানে বিভিন্ন কবিগণ বক্তব্য রাখেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সর্বজয়া নারী সম্মাননা -২০২৫ প্রদান করা হয় অপরাজেয় বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী ওয়াহিদা বানু স্বপ্না, ওয়েব ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট রূপা আহমেদ, চিকিৎসক ও কবি দেবিকা রানী হালদার, সামাজিক উদ্যোক্তা ও লেখক ফারজানা ইসলাম, আপনজন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী তাহেরা খাতুন, নারী উদ্যোক্তা ওবায়দা বেগম, চিকিৎসক ও কবি রেহেনা ইসলাম, শিক্ষক, সংগঠক ও নারী উদ্যোক্তা রাজিয়া রহমান, শিক্ষক ও কবি নিলুফা ইসলাম, নারী উদ্যোক্তা নাসরিন সুলতানা পলাশ, নারী উদ্যোক্তা ও শিক্ষক ইসমে রাওমান, কবি, সংগঠক ও সংগীত শিল্পী ফাতেমা ইয়াসমিন, শিক্ষক ও কবি শেখ তানজিনা রহমান, কবি তাছলিমা বেগম, কবি শাহিনা আফরোজকে। কবি ও কণ্ঠশিল্পী ফাতেমা ইয়াসমিন বগুড়া শহরের মালতীনগরের বাসিন্দা। তিনি জাতীয় কবিতা মঞ্চ বগুড়া কমিটির সভাপতি। তিনি বগুড়া থেকে বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন। সর্বশেষ বইমেলায় তার লিখা শিশুতোষ বই প্রকাশ পায়। তার এই অর্জনে জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার সকল সদস্যরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
স্বরলিপি পাবলিকেশনের কর্ণধার লিপি আক্তার জানান, প্রকৃতিগতভাবেই নারীরা শক্তিতে দুর্বল এবং মনের দিক থেকে নরম বলে নারীদের উপর আঘাতের পরিমাণটাও বেশি হয়। এই আঘাতকে প্রতিহত করার ক্ষমতা নারীদেরকেই তৈরি করতে হবে এবং সে আঘাতকে প্রতিহত করতেই হবে। তাহলে নারীরা সফল হয়ে উঠবে। প্রতিবছর স্বরলিপি পাবলিকেশনের পক্ষ থেকে নারীদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা থেকে এই সম্মাননা প্রদান করা হয়।

Check Also

রাণীনগরের সাংবাদিক মালেকের মায়ের ইন্তেকাল

  বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের আলোর সাংবাদিক মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *