সর্বশেষ সংবাদ ::

উত্তরবঙ্গ গরু মেলায় আকর্ষণ গরুর র‍্যাম্প শো

বগুড়া সংবাদ ঃ  প্রথমবারের মতো বগুড়ায় ছোট-বড় নানা জাতের গরু নিয়ে অনুষ্ঠিত হয়েছে র‌্যাম্প শো। সাধারণত র‍্যাম্প শো মানেই নানা ধরনের পোশাকে মডেলদের ক্যাটওয়াক। কিন্তু বগুড়ার সদর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী র‍্যাম্প শো।যেখানে গরুরা হেঁটেছে গানবাজনার তালে।শুক্রবার দুপুর ২টার দিকে টিএমএসএস বিনোদন পার্কে বিডিএফএ উত্তরবঙ্গ গরু মেলায় এ র‍্যাম্প শো’র আয়োজন করা হয়। এ সময় মিউজিক ও গানের তালে শতাধিক গরু হাজার হাজার দর্শনার্থীদের সামনে হেঁটেছে। হাঁটার সময় সঙ্গে থাকা গরুর মালিকেরা তাদের গরুর জাত, বয়স এবং দাম সবাইকে জানিয়ে দেন। পরে র‍্যাম্প শো শেষে মালিকেরা তাদের গরু নিজ নিজ স্টলে নিয়ে যান। শুক্রবার সকাল থেকেই ১৬টি স্টলে বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল, দুম্বাসহ অন্যান্য শখের পশু নিয়ে প্রদর্শনী শুরু করেন খামারিরা।খামারিদের ব্রাহামা, আরসিসি, নর্থ বেঙ্গল গ্রে, শাহীওয়াল, সিজারিয়ান, ভুট্টীসহ দেশি বিদেশি বিভিন্ন জাতের গরু মেলায় রয়েছে। মেলার মাঠে ক্রেতা ও দর্শনার্থীদের কাছে বেশি আকর্ষণ ছিল এক হাজার ৪০০ কেজি ওজনের অস্ট্রাল গরুকে ঘিরে। এছাড়াও শিং বড় কয়েকটি গরু দেখতে সাধারণ মানুষ ভিড় করেন। সকাল ১১টার দিকে মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। আগামীকাল পর্যন্ত এই মেলা চলবে। মেলার ফাঁকে ফাঁকে গরুর র‍্যাম্প শো চলবে। বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদার, এসিআই এগ্রিবিজনেসের প্রেসিডেন্ট ড. এফ এইচ আনসারি।

Check Also

পাবনা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপ মহাপরিচালক

বগুড়া সংবাদ:বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের উপ মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *