
বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেছেন জামায়াত কুরআন-সুন্নাহর ভিত্তিতে দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ইনসাফ প্রতিষ্ঠা হলে দুর্নীতি-দু:শাসনমুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে। দূর্নীতিমুক্ত দেশ গঠনে আল্লাহভীরু যোগ্য নেতৃত্ব অপরিহার্য। সমাজকে সুন্দর করে গড়ে তুলতে হলে আমাদের আরো বেশী আল্লাহভীতি অর্জন করতে হবে। আল্লাহর ভয় যাদের মধ্যে সর্বদা বিরাজ করে তারা কোনদিন খুন ধর্ষন বা সমাজে অন্যায় কোন কাজ করতে পারে না। তিনি বুধবার বিকেলে বগুড়া শহরের শহীদ চাঁন্দু স্টেডিয়াম এলাকায় জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ৯ নং ওয়ার্ডের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ওয়ার্ড জামায়াতের আমীর রবিউল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মাছুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারী রফিকুল আলম, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, জামায়াত নেতা আব্দুল হাদি শফিক, মাওলানা নুরুল আমিন, আইনুল হক, আব্দুল কাদের প্রমুখ। ইফতারের পূর্ব সময়ে দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।