বগুড়া সংবাদ : বৃহস্পতিবার বিকেলে বগুড়ার কাহালুর মুরইল ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার গভনিং বডির সভাপতি ও কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি মোছা. আফসানা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুরইল ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ লালু, রওশন আকতার, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, মুরইল ইউ পি চেয়ারম্যান মাওলানা মো. আব্দুল জলিল, অত্র মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এ কে এম আব্দুল হক প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার অত্র মাদ্রাসার গভনিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ ও ছাত্র/ছাত্রীবৃন্দ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
