
বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ১৩টি দরিদ্র পরিবারের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সরকারি জাকাত ফান্ড থেকে ৮০ হাজার ৪০০ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবারগুলোর মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার নূর মোহাম্মদ ইব্রাহীম খলিল,মডেল কেয়ার টেকার মোঃ জিল্লুর রহমান,সাধারণ কেয়ার টেকার আনিছুর রহমান, সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, সাধারণ সম্পাদক মোঃ লতিফুল ইসলাম ও ইসলামী ফাউন্ডের অন্যান্য ব্যক্তিবর্গ-সহ অনেকে।