সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ১৭নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : রবিবার বিকেলে বগুড়ার মাটিডালী হাই স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ১৭ নং ওয়ার্ডের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ওয়ার্ড আমীর আব্দুর রউফ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নায়েবে আমীর খলিলুর রহমানের সঞ্চালনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি ও জোন পরিচালক আব্দুর রাজ্জাক,শহর সমাজসেবা সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, বগুড়া সদর থানার সাবেক আমীর ইঞ্জিনিয়ার বজলুর রহমান, ১৭ নম্বর ওয়ার্ড জামায়াতের কেয়ারটেকার অধ্যাপক জাহেদুর রহমান এবং আশোকোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, ক্রিকেটার মুশফিকুর রহীমের পিতা মাহবুব হামিদ তারা, ব্যবসায়ী নেতা  মামুনুর রশিদ, শেখ আসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন কুরআনের বরকত পেতে হলে কুরআন দিয়ে দেশ চালাতে হবে। মাহে রামাদান বরকতময় মাসে কল্যাণময় মাসে আমরা প্রত্যেকেই প্রতিদিন কোন-না কোন  ভালো কাজে অংশগ্রহণ  করবো। পাশাপাশি বেশি বেশি আমল করে আল্লাহর নৈকট্য লাভ করবো। কুরআনের আইন দিয়ে দেশ পরিচালনা হলে সমাজ ও দেশ অবশ্যই সুন্দর হবে।

Check Also

রাণীনগরের কালীগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন জামায়াতের আয়োজনে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *