সর্বশেষ সংবাদ ::

সারিয়াকান্দিতে বিএনপি নেতা ইলিয়াসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ : সারিয়াকান্দিতে চুরি যাওয়া গরু উদ্ধার না হওয়ায় চালুয়াবাড়ি ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার( ৯ মার্চ) দুপুরে সারিয়াকান্দি প্রেসক্লাবে এ- সংবাদ সম্মেলন করেন,চালুয়াবাড়ি ইউনিয়নের হাট বাড়ি চরের কৃষক শাহ জামাল। এসময় তিনি বলেন,গত ৩১ ডিসেম্বর গভীর রাতে তার গােয়াল ঘর থেকে একটি গাভী ও একটি ষাঁড় গরু নিখোঁজ হয়। স্হানীয় লােকজন জানান, ইলিয়াস ও তার ভাতিজা জাকির হােসেন, হায়দার আলী, গরু দুটি চুরি করে নৌকাযােগে ইলিয়াসের বাড়ির দিকে নিয়ে গেছেন।
পরের দিন সকালে ইলিয়াস শেখের বাড়িতে গিয়ে গরু দুটি তার  বলে দাবি করলে ইলিয়াস শেখের লােকজন লাঠিসোঁটা ও লােহার রড,সাবল দিয়ে মারপিট করে তাদের তাড়িয়ে দেন । নৌকা ভাঙচুর  ইঞ্জিন খুলে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা।
এঘটনায় ইলিয়াস শেখকে প্রধান আসামি করে শাহ জামাল বাদী হয়ে ১ জানুয়ারী থানায় একটি অভিযোগ দায়ের করেন । কিন্তু ইলিয়াস শেখ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ক্ষমতাধর  হওয়ায় ওই অভিযোগের কােন প্রতিকার হয়নি
পরবর্তীতে ইলিয়াস মামলা না করার শর্তে তাকে  গরু ও নৌকার ইঞ্জিন ফেরত দেওয়ার কথা বলে কালক্ষেপন করতে থাকে। এছাড়াও বিএনপি নেতা ইলিয়াস শেখ ও তার ভাই- ভাতিজারা মাদক, অপহরণ, ডাকাতি,অস্ত্রসহ বিভিন্ন মামলার আসামী। ৫ আগস্টের পর থেকে ইলিয়াস শেখ ভাই – ভাতিজাদের দিয়ে চরে ত্রাসের রাজত্ব কায়েম করছেন বলে সংবাদ সম্মেলন তিনি জানান।
এ- ব্যাপারে সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান, ওই গরু চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করে কাের্টে পাঠানো হয়েছে। চাের এখনো জেলহাজতে রয়েছে। মূলত আধিপত্য বিস্তার নিয়ে  দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব আছে। ঘটনাটি নাটকীয় ভাবে ভিন্নপথে নেওয়া হচ্ছে।

Check Also

বগুড়ায় ১০নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : শনিবার বিকেলে বগুড়া শহরের নহমাননগর ক্যাডেট মাদরাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *