সর্বশেষ সংবাদ ::

রাণীনগরে আওয়ামীলীগ-সেচ্ছাসেবকলীগেরর দুই নেতাসহ চারজন গ্রেফতার

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন  আওয়ামীলীগ  ও একজন সেচ্ছাসেবকলীগ নেতা এবং মাদক মামলায় দুইজনসহ মোট ৪জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার চারজন হলেন,উপজেলার নারায়নপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। একডালা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ময়নুল ইসলাম (৩৮), ঘোষগ্রামের আক্কাস আলীর ছেলে। গোনা ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এমরান হোসেন মুকুল (৪৬), চককুতুব গ্রামের গহের আলীর ছেলে মাসুম হোসেন (২৭) ও পশ্চিম বালুভরা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে রায়হান আলী (৩৫)।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান জানান,উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা ভাংচুর,লুটপাট ,অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে গত ২৪ আগষ্ট মামলা দায়ের করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন। দায়েরকৃত মামলার ঘটনার সাথে জড়িত সন্দেহে ময়নুল ইসলাম ও কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ময়নুল ইসলাম ও এমরান হোসেন মুকুল কে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া মাদক মামলার পলাতক আসামী মাসুম হোসেন ও রায়হান আলী কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *