
বগুড়া সংবাদ :সোনাতলায় হাট-বাজার ডাককে কেন্দ্র করে বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরের দিকে বিএনপি নেতা-কর্মিদের মধ্যে কয়েক দফা মারধরের ঘটনা ঘটে। আহত হয়েছে বিএনপি নেতা রাজু আহম্মেদ-সহ আরো কয়েকজন। এমন পরিস্থিতির জন্য প্রশাসন হাট-বাজার ডাক স্থগিত করেছে। বিশেষ করে বালুয়াহাট ডাককে কেন্দ্র করে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। নিজেদের মধ্যে এমন ঘটনা ঘটার জন্য আমি দুঃখিত ও মর্মাহত বলে জানালেন প্রত্যক্ষ দর্শী জনৈক বিএনপির এক নেতা। এ নিয়ে পরবর্তীতে যে কি ঘটনা ঘটে তা এ মূহুর্তে বলা মুশকিল। প্রত্যক্ষদর্শীদের অনেকে বলেছেন নিজ দলের নেতা-কর্মিদের মধ্যে এমন অপ্রীতিকর ঘটার জন্য আমরা অবাক,ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়ি।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ মোঃ মিলাদুন নবী জানান, অপ্রীতিকর ঘটনার কারণে ডাক স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিকের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি অজ্ঞাত কারণে মুঠোফোন (মোবাইল ফোন) রিসিভ করেননি। এদিকে এ ঘটনা ছড়িয়ে পড়ায় নানাজনে নানা মন্তব্য করেন।