সর্বশেষ সংবাদ ::

বগুড়া শহর জামায়াতের ইফতার মাহফিলে রফিকুল ইসলাম খান জামায়াত দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চায়

বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী জাতিকে একটি দূর্নীতিমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ উপহার দিতে চায়। এই লক্ষ্যে জামায়াতের প্রতিটি নেতাকর্মি জীবনের মায়া ত্যাগ করে দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা কুরআন ও সুন্নাহর বিধানের আলোকে রাসুল (সা.) এর দেখানো পথেই একটি কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠা করতে চাই। তিনি বুধবার বিকেলে স্থানীয় একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বগুড়া শহর জামায়াতের আমির জননেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টীম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া জেলা আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার। শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, সাংবাদিক এফ শাহজাহান প্রমূখ। শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতবৃন্দ, দৈনিক পত্রিকার সম্পাদক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ইফতার মাহফিলে অংশগ্রহন করেন। ইফতার পূর্বমুহুর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়। এর আগে রফিকুল ইসলাম খান বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন।

 

 

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *