সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জেলা প্রশাসক কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন

বগুড়া সংবাদ :বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বগুড়ায় প্রথমবার “জেলা প্রশাসক কাপ আন্ত:উপজেলা টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট” শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। এসময় উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, অতিরিক্ত জেলা প্রশাসক ও টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক মেজবাউল করিম, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিববৃন্দ, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও ক্রীড়া সংগঠক এরশাদুল বারী এরশাদ, বিভিন্ন দলের কোচ, ম্যানেজার ও খেলোয়াড়বৃন্দ। উদ্বোধনী খেলায় শক্তিশালী কাহালু উপজেলাকে ২ রানে হারিয়ে শুভ সূচনা করে ধুনট উপজেলা। টসে জিতে কাহালু উপজেলা দল ধুনট উপজেলা দলকে ব্যাট করতে পাঠায়। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করে ১৩০ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন সৌরভ। এছাড়া আতিক ২৫, দূর্জয় ২২ এবং আরিফ ১৭ রান করেন। কাহালুর রনি ৩টি, জনি ২টি এবং কাইয়ুম ও আরাফাত ১টি করে উইকেট শিকার করেন। জবাবে কাহালু উপজেলা দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান করতে সক্ষম হয়। তাসদিক দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন, রাফির ব্যাট থেকে আসে ১৭ রান। ধুনটের আরিফ, সোহেল, সৌরভ ও দূর্জয় ১টি করে উইকেট লাভ করেন। ধুনট উপজেলা দলের সৌরভ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। শুক্রবার দুপুর ১টায় শিবগঞ্জ উপজেলার মুখোমুখী হবে সোনাতলা উপজেলা।

২০-০২-২০২৫

Check Also

রাণীনগরের কালীগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন জামায়াতের আয়োজনে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *