
বগুড়া সংবাদ :বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের রজাকপুর দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে আহবায়ক কমিটির নব গঠিত কমিটির আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কক্ষে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের নবগঠিত আহবায়ক কমিটির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য এবং নুনগোলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইকরাম হোসেনের পরিচালনায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শৃংখোলা রক্ষায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সদস্য সচিব ও প্রধান শিক্ষক পরীক্ষিত চন্দ্র, সহকারী প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন, আবু বক্কর সিদ্দক, সমাজ সেবক আব্দুস সাত্তার, ইউসুফ হোসেন, মোকছেদুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী জিন্নাহ , সোহাগ,জহুরুল আলী হাসান, সাজেদুর রহমান বিদ্যুৎ জুয়েল, হযরত আলী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিদর্শক জিয়াউল হকের স্বাক্ষরিত এক আদেশে আহবায়ক কমিটি আগামী ৬মাসের জন্য অনুমোদন দেওয়া হয়। সমাজের গন্যমান্য ও সমাজ সেবকদের নিয়ে পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে প্রধান শিক্ষক জানান।