সর্বশেষ সংবাদ ::

ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের চান্দু স্টেডিয়াম ও সুইমিংপুল পরিদর্শন

ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের চান্দু স্টেডিয়াম ও সুইমিংপুল পরিদর্শন

বগুড়া সংবাদ: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন শনিবার সকালে বগুড়া জেলা সুইমিংপুল ও শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শন করেছেন। তিনি স্টেডিয়াম এবং সুইমিংপুলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এসময় সাংবাদিকদের তিনি জানান, দীর্ঘ দিন সংষ্কারের অভাবে শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারীসহ অন্যান্য অংশের ভগ্ন দশার সৃষ্টি হয়েছে। একই অবস্থা সুইমিংপুলেরও।বগুড়ার অন্যতম দুটি ক্রীড়া স্থাপনার সংস্কারের জন্য তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের অবগত করবেন এবং সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করবেন। এসময় যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া’র উপ-পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, চলতি দায়িত্ব) পি এম ইমরুল কায়েস, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, মোস্তফা মোঘল, খালেদ মাহমুদ রুবেল ও হাসান মোল্লা, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল উপস্থিত ছিলেন। এর আগে তিনি জেলা ক্রীড়া অফিস আয়োজিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও উৎসবের উদ্বোধন করেন। পরে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত যুব সমাবেশে যোগদান করেন।

Check Also

আদমদীঘিতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন গ্রেপ্তার

বগুড়া সংবাদ:বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় মোশারফ হোসেন (৫০) নামের এক আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *