সর্বশেষ সংবাদ ::

রাণীনগরে সাংবাদিক এবং সাংবাদিকের পিতার মৃত্যু

রাণীনগরে সাংবাদিক এবং সাংবাদিকের পিতার মৃত্যু
বগুড়া সংবাদ :  নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি মিল্টন খন্দকার (৪৩) ইন্তেকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় মারা যান তিনি। মিল্টন খন্দকার উপজেলার চকমুনু গ্রামের খাজা নিজাম উদ্দীনের ছেলে। এছাড়া শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ সাংবাদিক মনোরঞ্জন চন্দ্রের পিতা হারান চন্দ্র স্যুন্নাসী (৯০) মারাগেছেন। নিজ বাসভবনে মারা যান তিনি। হারান চন্দ্র উপজেলার শীবের মাধাইমুরি গ্রামের বাসিন্দা।
মিল্টন খন্দকারের পারিবারিক সুত্র জানায়,বৃহস্পতিবার রাতে নিজ গ্রামে ওয়াজ মাহফিল শুনে নওগাঁ সদরে বোনের বাসায় যান। রাত অনুমান পৌনে ১২টা নাগাদ হঠাৎ অসুস্থ্য হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। শুক্রবার বাদ জুম‘আ নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যু কালে দুই সন্তান,স্ত্রী বাবা-মা-ভাই-বোনসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান।
অপর দিকে রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মনোরঞ্জন চন্দ্র জানান,দীর্ঘ দিন ধরে তার পিতা হারান চন্দ্র শ্বাস কষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ নিজ বাসভবনে মারা যান। এদিন বিকেলে তাকে সমাহিত করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী,সন্তানসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
এদিকে মিল্টন খন্দকার ও হারান চন্দ্রের মৃত্যুতে রাণীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাব সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন,সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম,অধ্যক্ষ হারুনুর রশিদ,সম্পাদক শাহরুখ হোসেন আহাদসহ সদস্যবৃন্দ শোকাহত পরিবারদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

Check Also

ধুনটে কৃষক প্রশিক্ষণ ও ধান বীজ বিতরণ

বগুড়া সংবাদ :  বগুড়ার ধুনটে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর প্রিমিয়াম কোয়ালিটি ধান প্রযুক্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *