বগুড়া সংবাদ : রেটিনা একাডেমিক কোচিং বগুড়া আয়োজিত রেটিনা ট্যালেন্ট ফেয়ার ২৪ অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ৫ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে শনিবার বগুড়ার টিটু মিলনায়তনে পরিচালক হেলাল উদ্দিনের সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শাহ হোসাইন আহমাদ মাহদী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারী আযিযুল হক কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক গোলাম রব্বানী। আরো বক্তব্য রাখেন সাবেক পরিচালক আব্দুর রহমান, সাদ্দাম হোসেন শিশির, আবু বক্কর সিদ্দিক, আব্দুল্লাহ আল ফুয়াদ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে শেষে এসএসসি ও দাখিল ২৫ ব্যাচের ক্লাস উদ্বোধন করা হয়।
ক্যাপশন:
শনিবার বগুড়ার টিটুমিলনায়তনে রেটিনা ট্যালেন্ট ফেয়ার ২৪ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শাহ হোসাইন আহমাদ মাহদী- বগুড়া ০৯-১১-২৪
এসএম সিরাজ/ বগুড়া/ ০৯-১১-২৪/০১৭১৬৩১৮০৪০