বগুড়া সংবাদ:নারীদেরআ ত্মনির্ভরশীল এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নওগাঁর পত্নীতলায় জাতীয় মহিলা সংস্থা কার্যালয়ের উদ্যোগে উপজেলার বেকার, দুঃস্থ ও অসহায় মহিলাদের সেলাই ও এমব্রয়ডারি প্রশিক্ষণ ৪ মাস মেয়াদী কোর্সের উদ্বোধন রবিবার জাতীয় মহিলা সংস্থা কার্যালয়ের অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন বলেন, নারীদের জন্য সম্মানজনক জীবিকা উপার্জনের পথ তৈরি করতে জাতীয় মহিলা সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উৎসাহী নারীদের স্বাবলম্বী করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, প্রশিক্ষক বিলকিস বেগম সহ প্রশিক্ষণার্থীরা প্রমুখ।