বগুড়া সংবাদ : বগুড়া জেলা মূদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের সদস্য মূদ্রণ শ্রমিক শিমুলের এর উপর বগুড়া শহরের শাপলা সুপার মার্কেটের রাব্বী পেইন্টারের সত্ত্বাধিকারী মোঃ রাব্বি হোসেন কর্তৃক নির্যাতনের প্রতিবাদে সোমবার দুপুরে বগুড়া শহরের সাতমাথায় বগুড়া জেলা মূদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল ৩/১১/২০২৪ইং বগুড়া সদর থানায় রাব্বির বিরুদ্ধে একখানি অভিযোগ দাখিল করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন- অবিলম্বে উক্ত রাব্বিকে গ্রেফতার করে তার
বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন- বগুড়া জেলা মূদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক স্বপন মিয়া, বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব বিশিষ্ট শ্রমিক নেতা লিটন শেখ বাঘা, বগুড়া জেলা দর্জি শ্রমিক ইউনিয়ন, সাবেক সাধারণ সম্পাদক- শফিকুল ইসলাম, বগুড়া জেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সাঃ সম্পাদক মুনসুর রহমান, বগুড়া পৌরসভা শ্রমিক
ইউনিয়নের সাবেক সহ সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, বগুড়া বেকারি এন্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ রাঙ্গা, বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক
ইউনিয়নের সহ-সভাপতি মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আঃ ছালাম, কার-মাইক্রো শ্রমিক নেতা মাসুদ মন্ডল, মুদ্রণ শিল্প শ্রমিক নেতা- সোহেল রানা, গুলজার হোসেন, স্বপন, ফিরোজ, লিটন, নুরুন্নবী, সাপারুল, বাবু খলিফা, কাফিল, সাব্বির, জিল্লুর, জুলফিকার আলম, মাসুম, রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Check Also
দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন
বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …