বগুড়া সংবাদ : “শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার” এই স্লোগানকে সামনে রেখে শনিবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ^ শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণী শিক্ষকদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও গুণী শিক্ষকদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ। কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা
অফিসার মো. রুহুল আমিন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কাহালু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল আলীম, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কাহালু ছিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাফ্ধসঢ়;ফর হোসেন, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম এ ছালাম, কাহালু উপজেলা বেসরকারি শিক্ষক/কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কাহালু উপজেলা শাখার সহ-সভাপতি ও কর্ণিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম আলী, কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোর্শেদা আকতার মীম, উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত আখতার খানম সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আলোচনা শেষে গুণী ৬ জন শিক্ষককে ক্রেস্ট প্রদান করা হয় এবং শেষে বিশ^ শিক্ষক দিবস উপলক্ষ্যে এক র্যালী বের করা হয়।
Check Also
১৫ বছর পর সেনাকুঞ্জে খালেদা জিয়া
বগুড়া সংবাদ : সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন …