বগুড়া সংবাদ: শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারন সভা সোমবার(২৩ সেপ্টেম্বর) সন্ধায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রশিদুর রহমান রানা’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শফিউল আলম ডিউ এর সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুর রহিম,প্রচার সম্পাদক সোহেল রানা, সাংবাদিক মিজানুর রহমান,আসাদুল্লাহ।
সভায় কর্মরত সাংবাদিকবৃন্দ আগামী দিনে শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাব আরো বেগবান ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। এ সময় বক্তারা বলেন,সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। দেশ ও জাতির কল্যাণে শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকরা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও এ দায়িত্ব পালন করে যাবে। এছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কর্মরত সাংবাদিকরা।
সভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতা, সাংবাদিক সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজীর আশু সুস্থতা কামনা করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
