সোনাতলায় সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

সোনাতলায় সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

বগুড়া সংবাদ:  সোনাতলায় কর্মরত সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখার নেতৃবৃন্দ মতবিনিময় সভা করেছে। শুক্রবার ৬ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় ফাতেমা কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে সভাটি
অনুষ্ঠিত হয়। মিডিয়া বিভাগ বগুড়া পূর্ব সাংগঠনিক জেলা সভাপতি অধ্যাপক মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি মিনাজুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর
অধ্যাপক মোঃ ফজলুল করিম,নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক মন্ডল,নায়েবে আমীর ও সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ নূরুল ইসলাম,বগুড়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুুদ,সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন মজনু,সাংবাদিক বদিউদ-জামান মুকুল,জাহিনুর ইসলাম,ইমরান হোসাইন ও রবিউল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ আব্দুর রহিম,অ্যাড.মানজার জাহিদ,সাংবাদিক লতিফুল ইসলাম,ইকবাল কবির লেমন,শহিদুল ইসলাম শাহিন, শামীম রতন,আব্দুল করিম জামাল,মিনহাজুল বারী মিম,আমিরুল ইসলাম, ইসমাইল হোসেন,মাও.আব্দুল লতিফ, উপজেলা ছাত্র শিবির সভাপতি মোঃ আলবার আকন্দ ও অফিস সম্পাদক মোঃ পিয়াস মিয়াসহ অনেকে। জামায়াত নেতৃবৃন্দ বলেছেন সাংবাদিকরা হলেন সমাজের দর্পন। দর্পনদেরকে নির্ভিক হতে হবে। পরিবেশন করতে হবে সত্য সংবাদ। তাহলে অপরাধীরা কোনো অপরাধমূলক কাজ করতে সাহস পাবে না। সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজ এগিয়ে যাবে। তথা দেশ এগিয়ে যাবে। গত ৫ আগস্ট বিকেলে স্থানীয় দুষ্কৃতিকারীরা সোনাতলা প্রেসক্লাবের নিজস্ব ভবনে হামলা চালিয়ে টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে ব্যাপক ক্ষতিসাধন করেছে। এ ঘটনায় উপস্থিত জামায়াত নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ দুঃখ প্রকাশ ও তীব্রনিন্দা জানান। সেইসাথে জেলা জামায়াতের পক্ষ থেকে প্রেসক্লাবের জন্য ১৫ হাজার টাকা অনুদান প্রদানের
প্রতিশ্রুতি দেন।

Check Also

নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, নিয়োগ পেলেন যারা

বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *