সর্বশেষ সংবাদ ::

বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়া ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় শহরের স্টেশন রোডে অবস্থিত রবিদ রিছাদ ফল ভাণ্ডার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোস্তফা আকন্দ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি মাহমুদ শরীফ মিঠু। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা আলহাজ্ব মনসুর আলম, আলহাজ্ব মুকুল হোসেন এবং আলহাজ্ব আব্দুল মান্নান।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ফল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই এই খাতকে আরও সুসংগঠিত করা সম্ভব। তারা বাজার ব্যবস্থায় ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, পণ্যের মান বজায় রাখা এবং ভোক্তা স্বার্থ রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
সভাটি সঞ্চালনা করেন বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জুলফিকার আনাম তুষার সভা শেষে সমিতির ভবিষ্যৎ কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

Check Also

কাহালুর ব্যবসায়ীদের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি মোশারফ হোসেন

বগুড়া সংবাদ : শনিবার দুপুরের বগুড়ার কাহালু বাজার পাকুতলা বণিক সমিতির সাধারণ সম্পাদক কাজী রাশেদুল রহমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *