সর্বশেষ সংবাদ ::

শেখ ফাহমিনের কবর জিয়ারত ও পরিবারের পাশে আত্রাই ছাত্রদল

শেখ ফাহমিনের কবর জিয়ারত ও পরিবারের পাশে আত্রাই ছাত্রদল

বগুড়া সংবাদ:  নওগাঁর আত্রাইয়ে শেখ ফাহমনি জাফরের কবর জিয়ারত করেছে আত্রাই উপজেলা ও আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। এর পর তারা ওই পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই থেকে আগষ্ট পর্যন্ত সকল নিহতদের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের পাশে সাক্ষাতে শুক্রবার এই কর্মসূচী পালন করা হয়।

এদিন দুপুরে জুমআর নামাজ শেষে আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে শহীদ শেখ ফাহমিনের কবর জিয়ারত করা হয়। এর পর ছাত্রদলের নেতারা ফাহমিনের পরিবারের সাথে সাক্ষাত করেন। শেখ ফাহমিন গত ১৮জুলাই কোটা সংস্কার আন্দোলনে টঙ্গীতে নিহত হন। ফাহমিন টঙ্গী সরকারী কলেজের এইচ.এস.সির বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিলেন। তিনি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের শেখ আবু জাফরের ছেলে। তার করব জিয়ারত ও পরিবারে সাক্ষাতের সময় আত্রাই উপজেলা ছাত্রদলের আহŸায়ক শাকিল হোসেন,যুগ্ন আহŸায়ক শাহরিয়ার সরদার সৌরভ, গোলাম মর্তূজা শাহিন,মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আহŸায়ক সজিব বিন আজান,যুগ্ন আহŸায়ক আতিকুর রহমান স্বাধীনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Check Also

কাহালুর মুরইলের ৮টি গ্রামের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন ইউএনও

বগুড়া সংবাদ : বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের সমান্তাহার পোড়াপাড়া এলাকায় মেসার্স মুনসুর কোল্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *